ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাচনে ২৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল

প্রকাশঃ ২০২৪-১০-০৯ - ১৭:১০

সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত ৬ অক্টোবর ২৮ জন সদস্যের নিকট মোট ৩৭ টি মনোনয়নপত্র বিক্রয় হয়। সোমবার নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহকারীরা সকলেই উক্ত মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৪ তারিখে প্রার্থীতা প্রত্যাহার, ১৫ অক্টোবার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৬ অক্টোবার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধা দেয়া হবে।
নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। প্রার্থীরা হলেন, সভাপতির একটি পদে মো: হাবিবুর রহমান হাবিব ও মো: আবু হাসান। সহ-সভাপতির দুটি পদে মো: রবিউল ইসলাম, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), কাজী ইমাম উদ্দীন ও মো: আব্দুল আহাদ। একজন সাধারণ সম্পাদক পদে মো: আবু মুছা, মো: অহিদুল ইসলাম ও এএসএম মাকছুদ খান। যুগ্ম-সাধারণ সম্পাদকের একটি পদে মো: গোলাম ফারুক বাবু ও বিলকিস সুলতানা সাথী।
সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদকের একটি পদে মো: শরিফুজ্জামান (পরাগ) ও মো: নজরুল ইসলাম। কাস্টম্স বিষয়ক সম্পাদকের একটি পদে জি এম আমির হামজা ও মো: জাকির হোসেন মন্টু। বন্দর বিষয়ক সম্পাদকের একটি পদে মো: ইসরাইল গাজী ও মো: রিয়াজুল হক। অর্থ সম্পাদকের একটি পদে মুনসী রইছুল হক ও মো: আব্দুল গফুর সরদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের চারটি পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন এসএম লুৎফর রহমান, মো: আমিনুল হক আনু, মো: জাকির হোসেন, মো: মোস্তাফিজুর রহমান (নাসিম), মো: শাহানুর ইসলাম (শাহিন), মো: আশরাফুর ইসলাম, মো: মফিজুর রহমান এবং মো: আশরাফুজ্জামান।
ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান জানান, আগামী ২৬ অক্টোবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।