মনিরামপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে খাটুরা বাওড় দখল চেষ্টার অভিযোগ

প্রকাশঃ ২০২৪-১০-১০ - ১৮:২২

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন ধরের বিরুদ্ধে প্রভাব বিস্তর করে খাটুরা বাওড়টি দখল চেষ্টার অভিযোগ রয়েছে। প্রতিবাদে কয়েক’শ মৎস্যজীবী বাওড়পাড়ে বুধবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম।
খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের উপস্থিতিতে রেজাউল ইসলাম বলেন, ইতিপূর্বে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট(ইফাদ) সরকারের কাছ থেকে ৫০ বছরের ইজারা নেন। পরবর্তিতে ইফাদ ওই বাওড়টি খাটুরা মৎস্যজীবী সমিতির নামে ডিড(চুক্তিনামা) করে দেন। সেই থেকে মৎস্যজীবীরা মৎস্যচাষ করে জীবীকা নির্বাহ করে আসছিলেন।
রেজাউল ইসলাম অভিযোগ করেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কুমার ধর প্রভাব বিস্তর করে সরকারের কাছ থেকে তিন বছরের লিজ নেন। ২০২৩ সালের জুন মাসে লিজের মেয়াদ শেষ হলেও সরকারকে কোনপ্রকান খাজনা না দেওয়ায় বাওড়টি অরক্ষিত হয়ে পড়ে। এ ব্যাপারে মামলা করা হলে উচ্চ আদালতের নির্দেশে বাওড়টি পুনরায় মৎস্যজীবী সমিতির অনুকুলে আসে। সমিতির সভাপতি মুক্তিযোদ্ধ আব্দুস সাত্তার জানান, সমিতির পক্ষ থেকে চলতি বছরের জুলাই মাসে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে বাওড়টি পরিচালনার জন্য। নজরুল ইসলাম জানান, বাওড়টি এখন মৎস্যজীবীদের দখলে রয়েছে। কিন্তু রিপন কুমার ধর একটি ভূয়া ডিড(চুক্তিনামা) করে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ^াসের সহযোগীতায় বাওড়টি দখলের চেষ্টা করেন। এ সময় মৎস্যজীবীসহ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। তবে এ অভিযোগ অস্বীকার করে রিপন কুমার ধর জানান, সরকারের কাছ থেকে তিনি পুনরায় লিজ নিয়েছেন। এ দাবির প্রতি সমর্থন জানিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ^াস জানান, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অবৈধভাবে বাওড়টি দখল করেছে।