আশাশুনিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৪-১০-১০ - ১৮:৪৩

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বসত বাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক ২ দিনের কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এইও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম আলোচনা রাখেন। অনুষ্ঠানে বসত বাড়িতে বাগান স্থাপন করে পুষ্টি চাহিদা মেটাতে বছরের ১২ মাস সবজি চাষাবাদ করা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে বিশেষ অধিবেশন পরিচালনা করা হয়। অধিবেশনে আগাম রবি পরিকল্পনা, বোরো চাষ, রিলে ফসল সরিষা আবাদ নিয়ে আলোচনা করা হয়।
অধিবেশন শেষে উপজেলার মহিষাডাঙ্গা, হলদেপোতা, কচুয়া ও দরগাহপুর এলাকার প্লাবিত মানুষের খোজ খবর নিতে এবং এলাকার ফসলের অবস্থা সম্পর্কে জানতে ও দেখতে সরজমিন পরিদর্শন করেন উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।