ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন সবার জন্য টেকসইও সমৃদ্ধি সমাজ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে২৬ তম আর্ন্তজাতিক ও ১৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং সেবা ও সাহায্য কেন্দ্র ঠাকুরগাঁয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়োতন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০১আসনের মাননীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা এমপি। প্রধান অতিথির বক্তব্য সেলিনা জাহান লিটা বিশেষ শিশুদের নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যা পেলে তারাও মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে ।এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তারিকুল ইসলাম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম সহ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।