ঢাকায় আসছেন আতিফ আসলাম

প্রকাশঃ ২০২৪-১০-১৪ - ১৫:৪৩

ডেস্ক নিউজ : উপমহাদেশের জনিপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ফের ঢাকায় আসছেন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি।

সামাজিক মাধ্যমে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক ভিডিও শেয়ার করে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে এ খবর।

তবে বাকি শিল্পীদের নাম জানায়নি। জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও একজন শিল্পী। বাংলাদেশ থেকেও অংশ নেবেন একাধিক শিল্পী।

এর আগে গেল এপ্রিলে ঢাকায় আসেন আতিফ আসলাম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ১২ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে এ খবর জানিয়েছিলেন তিনি।

আতিফ পাকিস্তানের গায়ক হলেও উপমহাদেশে তার পরিচিতি বলিউডের মাধ্যমে। বি-টাউনে তার বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হলে উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৫ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত অসংখ্য হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন আতিফ।