কয়রা প্রতিনিধিঃ কয়রায় ঘূণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস-২০১৭ পালিত হয়েছে। দূর্যোগের ঝুকি কমাতে এবং দূর্যোগের পূর্বাভাস জানাতে সেচ্ছাসেবকদের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের আন্তরিক প্রচেষ্টার কথা জনসাধরণ কে মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে কয়রা উপজেলা সিপিপি এর টিম লিডার ও ৪ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম আব্দুল্লাহ আল মামুন লাভলুর নেতৃত্বে তাদের নির্ধারিত টি শার্ট পরিধান করে একটি বিশাল র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি পরিচালক সিপিপি খুলনা (অঃদঃ) মোঃ মামুনুর রশীদ, সিপিপির উপজেলা টিম লিডার ও ইউপি চেয়ারম্যান জি এম আব্দুল্লাহ আল মামুন লাভলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন ও মোঃ নজরুল ইসলাম, ডেপুটি টিমলিডার মোঃ বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা জি এম রোকনুজ্জামান (কাজল) সাংবাদিক শাহজাহান সিরাজ ও জাকারিয়া হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড লিডার এবং সকল ওয়ার্ডের সিপিপি সদস্যবৃন্দ।