তালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশঃ ২০২৪-১০-২১ - ১৬:৪০

তালা প্রতিনিধি : “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২১ অক্টোবর (সোমবার) সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠিত হয়। সকালে উপ-শহরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়ের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসারে একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মহুয়া মেহেনাজ মুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলাম, রুপালী পরিচালক সফিকুল ইসলাম প্রমুখ।