সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) : রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় একই পরিবারের গৃহবধুসহ ৩ জন আহত। সোমবার রাতে রামপাল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। এ বিষয় আহত পরিবারের পুত্র মারুফ বিল্লাহ জানান। রবিবার সন্ধা ৭ টায় পেড়িখালী বাজারের কাছে মুরগীর বাচ্চা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জ্বিত হয়ে পেড়িখালী গ্রামের আবুল হাসেমের পুত্র সিমাজ শেখ (৩২), আবুল শেখের পুত্র মুজাহিদ শেখ (১৯), সিকিরডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের পুত্র তনু শেখ (১৮) সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা গৃহকর্তা বজলুর রহমানের বাড়িতে প্রবেশ করে তাদের বেধড়ক মারপিট করে আহত করে।
আহতরা হলেন মোঃ বজলু শেখ (৪৮), তার স্ত্রী পারভীন বেগম আয়শা (৪০) ও শিশু খাদিজা খাতুন (১২)। এর মধ্যে গুরতর আহত পারভীন বেগম আয়শাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছে এবং পিতা বজলুর রহমানকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার বিষয় রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এঘটনায় ৩ জনসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের ধরার জোর চেষ্টা চলছে।