সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় অসহায় দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
আজ শনিবার দুপুরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া স্কুল মাঠে বিএনপি‘র কেন্দ্রিয় নেতা সাবেক সংসস সদস্য হাবিবুল ইসলাম হাবিব তেঁতুলিয়া ইউনিয়নের জলাবদ্ধতা অঞ্চলের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি তেঁতুলিয়া, দেওয়ানীপাড়া, হাতবাস, শিরাশুনি,সুঁভাষিনী,নওয়াপাড়া, মদনপুর এবং জাতপুর এলাকার ৫ শতাধিক পাবিারের মাঝে প্রতিপরিবারে ১০ কেজি করে চাল,তেল,আলু,পিয়াজ,ডাল তুলে দেন।
তালা উপজেলা বিএনপি আয়োজিত ত্রানবিতরন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক অধ্যপক শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক মোস্তফা হোসেন মন্টু।
অনুষ্ঠানে সাবেক সংসদ সসদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনা গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিক্ষোভ এর মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়। এর ফলে দেশের মানুষ অত্যাচার জুলুম নির্যাতনের হাত থেথে রক্ষা পেয়েছে।
তিনি বলেন, বিএনপি রাষ্ট ক্ষমতায় আসলে তালা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধার হাত থেকে মুক্ত করা হবে। এজন্য কপোতাক্ষ নদ সংলগ্ন গোপালপুর খাল ও শালিখা নদী পুন:খনন করা হবে।
এবছর অতিরিক্ত টানা বর্ষন এবং পানি নিষ্কাষনের পথ পথ বন্ধ থাকায় সাতক্ষীরার তালা উপজেলার ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ গত ৩ মাস ধরে স্থায়ী জলবদ্ধতার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছে।