ফুলতলায় ইউএসএআইডি’র একীভূত শিক্ষা মেলা অুনষ্ঠিত

প্রকাশঃ ২০২৪-১১-২৪ - ১৯:০১

ফুলতলা প্রতিনিধি// খুলনার ফুলতলায় ইউএসএআইডি এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে উপজেলার ডাবুর মাঠে রোববার দিনব্যাপী “একীভূত শিক্ষা বিষয়ক মেলা” অনুষ্ঠিত হয়। মেলার প্রধান লক্ষ্য ছিল প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধীসহ সকল শিশুর জন্য শিক্ষা গ্রহণ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের মেলার আয়োজন সকল স্তুরে সচেতনতা বাড়াতে এবং একীভূত শিক্ষা বাস্তবায়নে গুরুপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডি বাংলাদেশ অফিস অব এডুকেশন এর পরিচালক ডেনিস ও’টুল। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান। সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন ও অনুজা মুস্তারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রুহুল আমিন, ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান, ইউএসএআইডি কমিউনিকেশন্স ম্যানেজার এ ডবিøউ এম আনিসুজ্জামান, শিক্ষার্থী সামিউল ইসলাম, জিনিয়া ইসলাম সানা, প্রতিবন্ধী রোজা খাতুন। এছাড়া অনুষ্ঠানে ইউএসএআইডি’র প্রতিনিধিবৃন্দ, সাংবাদকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

উপজেলার ৫৬টি স্কুলের পাঁচশতাধিক শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, ইউএসএআইডি’র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর ছিলো মেলা প্রাঙ্গণ। দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা, প্রাথমিক বিদ্যালয়সহ ২০ টি প্রতিষ্ঠান নানা ধরনের শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষার্থীদের তৈরি চারুকার্য প্রতিবন্ধী অধিকার বিষয়ে বিভিন্ন পোস্টার, লিফলেটসহ তাদের কার্যক্রম তুলে ধরে একীভূত শিক্ষা বাস্তবায়নে কমিউনিটি সম্পৃক্তততা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এছাড়া স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের মূল লক্ষ্য হল বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সব শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা জোরদার করা। প্রকল্পটি দেশের ১৬টি উপজেলার ১ হাজার ৫৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ৯ হাজার শিক্ষক ও আডাউ লাখ শিক্ষার্থীর সাথে সরাসরি কাজ করছে।