মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে ২০২৪/২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায় সংশোধিত শীর্ষক দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।
প্রাক্কলিত মূল্য ৭৬ লাখ ১৪ হাজার টাকায় উপজেলার গাংনী ইউনিয়নের রহমত পাড়া সাতাশ কুড়া রাস্তার কাজের জন্য ১৫২’টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেন। ওই সকল প্রতিষ্ঠানের প্রকাশ্য লটারিতে আনোয়ারা ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ম হয়। এছাড়া ২য় হয়েছে সরদার হাফিজুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।