বটিয়াঘাটা প্রতিনিধিঃ গত ৯ ই ফেব্রুয়ারী উপজেলার আমিরপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মহসিন মুন্সী৩৯;র উপর স্বে”ছাসেবক দল নেতা মোঃ নাজমুল শেখ, গোলাম রসুল,মোঃ ইনামুল শেখ (এনা) সহ অজ্ঞানামা আরো ১৫-২০ জন মিলে এলোপাথাড়ি সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর করায় ভিকটিমের ডান পা ভেঙে যাওয়ায় তার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বরিবার বিকেলে উপজেলা যুবদলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক নীরু, সদস্য সচিব বাহাদুর মুন্সি, যুগ্ম আহবায়ক শফিকুল মোল্লা শফিক,সাবেক জেলার বনবিষয়ক সম্পাদক রেজাউল করিম, হাফিজুর রহমান বাবু, আবুল হোসেন, বাপ্পি খান, বাদল, বিল্লাল, সদর যুবদল নেতা সোহাগ শেখ, শফিকুল ইসলাম শফি, মোঃ আল মামুন শেখ, কবীর, মিন্টু, মাসুম বিল্লা, হাফিজ, মাশকুর রহমান, সাঈদ, লিটন, জাকারিয়া মোড়ল, রবি, আজিম মিয়া, শেখ শহিদুল, বিশ্বজিৎ, কাশেম, জাহাঙ্গীর, ইউসুফ গাজী, মানিক, ইমরান, রুমি, মাহবুব, আজিম, মাসুম, রাসেল শেখ, সোহাগ শেখ, মাসুম শেখ সহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।