সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় শালতা নদী পুনর্জীবনের লক্ষ্যে অববাহিকার জনপ্রতিনিধিদের সাথে উত্তরণ আইডিআরটিতে রবিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শালতা বাঁচাও কমিটির আয়োজনে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শালতা বাঁচাও কমিটির সভাপতি ও খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী। কেন্দ্রীয় পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু পদ মন্ডল, শালতা বাঁচাও কমিটির নেতা অধ্যাপক রেজাউল করিম, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, ধীরাজ মোহন সরদার, সুজিত ভৌমিক, জিএম শহিদুল্লাহ, মোঃ অশিউর রহমান চৌধুরী, লিয়াকত আলী মোড়ল, প্রীতিশ মন্ডল, ইউপি সদস্য আসম আব্দুর রব, শেখ সিদ্দিকুর রহমান, মেহেদী হাসান, শেখ রবিউল ইসলাম, আব্দুস সালাম মোড়ল, মোঃ রফিকুল ইসলাম, ওকেল খাঁ, অরুন কুমার ঘোষ, মোহাম্মদ আলী নিকারী, অসীম কুমার বিশ^াস, সুব্রত মন্ডল, মিলন কান্তি বালা, পারুল বেগম, রেহানা খাতুন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণ মোঃ শহিদুল ইসলাম, দিলীপ কুমার সানা, নাজমা খাতুন প্রমুখ।
সভায় শালতা অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মিটিং, সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া শালতা নদী খনন ও টিআরএম বাস্তবায়নে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে রেজুলেশন করে সরকারের সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করার সিদ্ধান্ত হয়।