ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির ঐতিহ্যবাহী কীর্ত্তিপাশা জমিদার বাড়ীর ৭.৭২ একর জায়গা জাল জালিয়াতি করে দখলের চেষ্টাকারী দুই ভাইয়ের ৭ বছরের সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখেছে আপিল আদালত। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আপিল ট্রাইবুনালের বিচারক মোহাঃ বজলুর রহমান সাত বছরের কারাদ-ের আদেশ বহাল রেখে আপিলের রায় প্রদান করেন।
মামলা সূত্রে প্রকাশ ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নের আলম হাওলাদার ও আনিচ হাওলাদার দুই ভাই জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ঝালকাঠি জেলা প্রশাসককে বিবাদী করে অর্পিত সম্পত্তি প্রত্যবার্তন ট্রাইবুনাল আদালতে ২০১২ সালে ৩২/১২ মামলা দায়ের করে। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর এই আদালতের বিচারক মো: আ: রহিম তালুকদার এই মামলায় আলম হাওলাদার ও আনিচ হাওলাদারকে ৭ বছরের কারাদ- ও ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। বিবাদীরা এই আদেশের বিরুদ্ধে অর্পিত সম্পত্তি প্রত্যবর্তন আপিল ট্রাইবুনালে ২০১৫ সালের ২৯ সেম্পেম্বর ৫৯/১৫ আপিল মামলা দায়ের করে। জমিদারদের কীর্ত্তিপাশা মৌজা ও তারপাশা মৌজায় এস.এ ৫৩৩ ও ৫৪৩ খতিয়ানে এই জায়গায় জমিদারদের প্রতিষ্ঠিত স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আলম হাওলাদার ও আনিচ হাওলাদার কীর্ত্তিপাশা ইউনিয়নের শংকরধবল গ্রামের মো: আ: অদুদ ওরফে মোহাম্মদ আলীর পুত্র। গতকাল বিকালে আপিল আদালত রায় ঘোষনা করেন।