আবু হোসাইন সুমন, মোংলা : মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়। শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত দিগরাজ নৌ ঘাটিতে যুদ্ধ জাহাজ বিএনএস করতোয়া জাহাজ দেখতে ও যুদ্ধ জাহাজ সম্পর্কে জানতে বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক লোকজন সেখানে ভিড় জমায়। এ সময় জাহাজের নাবিকেরা দর্শনার্থীদের জাহাজটি ঘুরিয়ে দেখান এবং এর বিভিন্ন সরঞ্জামাদির ব্যবহার সম্পর্কে ধারণা দেন। এছাড়া একই সময়ে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে বিএনএস পদ্মা, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বিএনএস সালাম জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, মোংলা ক্রীড়া সংস্থা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন মহান দিবস পালন করেছে।