আব্দুল্লাহ আল মামুন (পার্বতীপুর) দিনাজপুরঃ দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে এসময় আহত হয়েছে আরো ৪জন। শনিবার সকাল সাড়ে ৬টায় খোলাহাটি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটো পার্বতীপুর-বদরগঞ্জ মহাসড়কের চান্ডের ডাঙ্গা এলাকায় পৌছালে পার্বতীপুর থেকে রংপুর অভিমুখে ছেড়ে যাওয়া প্রান মিল্ক ভিাটার একটি ট্যাংকারের (ঢাকা মেট্রো ঢ-১১০১৪০) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই মনতাজ উদ্দীন (৬০) নামের এক অটো যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরেরা ৪জন। তাদেরকে স্থানীয় ল্যাম্ব হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত মনতাজ উদ্দীন পূর্ব হুগলীপাড়ার সরদার পাড়া গ্রামের মৃত আঃ আজীজের পুত্র।