বিজ্ঞপ্তি : ২৩ ডিসেম্বর ২০১৭, শনিবার- মাগুরা সদর উপজেলার রাউতাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো কৃষকের বিজয় উৎসব। এ উপলক্ষে নিরাপদ খাদ্য উৎপাদনে ও কৃষিপণ্যের লাভজনক মূল্য পেতে সরকারের প্রত্যক্ষ সহায়তার দাবীতে উন্নয়ন ধারার সহযোগিতায় গড়ে উঠা স্বাধীন কৃষক সংগঠন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনে এদেশের গ্রামীণ কৃষক জনগোষ্ঠীর ব্যাপক অবদান রয়েছে। কিন্তু দঃখজনক হলেও সত্য এই যে, বিজয় দিবস কেবল শহুরে অনুষ্ঠানে পরিণত হয়েছে। কারণ, বাংলাদেশের গ্রামাঞ্চলে বিজয় দিবসেন মত জাতীয় দিবসগুলো তেমনভাবে উদ্যাপন করা হয় না। এমনি প্রেক্ষাপটে দিবস উদ্যাপনের জন্য মাগুরা সদর উপজেলার হাজীপুর ও হাজরাপুর ইউনিয়ন স্বাধীন কৃষক সংগঠন দিনব্যপী বিস্তর কর্মসূচী গ্রহণ করে। অত্র এলাকার সাধারণ কৃষান-কৃষাণী, সুশীল সমাজের প্রতিনিধি, চেয়্যারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে আলমখালী বাজার হতে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা রাউতাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া অত্র এলাকার সংগঠিত কৃষক পরিবারের নারীদের চেয়ার বদল ও পুরুষদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা, পিঠা প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ সকল ইভেন্ট শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, উন্নয়ন ধারার পিএফএসএসএ প্রকল্পের সমন্বয়কারী মোঃ হায়দার আলী, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাহারুল ইসলাম (আখরোট), হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কবির হোসেন, স¦াধীন কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ খুরশীদ অঅলম রুবায়েত এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজরাপুর ইউনিয়নের স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি মোঃ নাসির ইউনিয়ন বিশ্বাস। আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সন্ধায় কৃষক পরিবারের জীবনযাত্রার আলেখ্যে রচিত নাটক ”মেহেরজানের স্বপ্ন” মঞ্চায়িত করে লোকথিয়েটার বাংলাদেশ, ঝিনাইদহ এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত বিজয় উৎসবের সমাপণী হয়।