ফুলবাড়ীতে পরিস্কার পরিছন্নতা উন্নয় কল্পে ৯টি ভ্যান সংযোজন

প্রকাশঃ ২০১৭-১২-২৭ - ১৫:৫৫

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী(দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর এলাকা পরিস্কার পরিছন্নতার উন্নয় কল্পে প্রতিটি ওয়ার্ডে ময়লা আবর্জনা উঠানোর জন্য ৯টি ভ্যান সংযোজন করা হয়।

পৌর এলাকার বাসাবাড়ীর ময়লা আবর্জনা প্রতিদিন নিয়মিত ভাবে পরিস্কারের লক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মধ্যগৌরীপাড়া গড়ইসলামপুর গ্রামে ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুনুর রশিদ এর উপস্থিতিতে পরিস্কার পরিছন্ন কর্মীদের হাতে ব্যাটারী চালিত ভ্যান তুলে দেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।

এ সময় পৌর মেয়র বলেন, এখন থেকে প্রতিদিন প্রত্যেক ওয়ার্ডে এই ভ্যান নিয়ে পরিস্কার পরিছন্নতা কর্মীরা হুইসাল দিয়ে প্রতিটি বাসাবাড়ীতে ময়লা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলবে। আজ থেকে আর কেউ যেন নিজ বাসাবাড়ীর ময়লা ড্রেনে অথবা রাস্তায় না ফেলে সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান।