আল-আমিন মিন্ট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজগর আলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। শুক্রবার সকালে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আজগর আলী উপজেলার মৈকুলী এলাকার হোসেন আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আজগর আলী দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি আসছে বলে র্যাবের কাছে খবর ছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজগর আলীকে ১’শ ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে র্যাব আটককৃতে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।