আল-আমিন মিন্ট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মুরগীর খামারের বিষ্ঠা ফেলে দূর্গন্ধ ছড়ানোর মাধ্যমে অত্যাচার করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ধর্বপুর বোচার বাগ এলাকায়।
ভুক্তভোগী সিপন মিয়া জানান, একই এলাকার আঃ রহিমের সঙ্গে তার বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তার প্রতিবেশী আঃরহিম, পারভীন বেগম, জামান তার বাড়ির পাশে মুরগীর ফার্ম পরিচালান করে আসছে। মুরগীর বিষ্ঠা ও বর্জ্য পূর্ব শত্রতাবশতঃ সিপনদের বাড়ির সামনে ফেলার কারণে চারপাশে বিকট গন্ধ ছড়াচ্ছে। এতে করে তারা ঘর-বাড়িতে দূর্গন্ধের কারনে থাকতে পারছে না। বিষয়টি বেশকয়েকবার এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ আঃরহিমকে বর্জ্য না ফেলার কথা বললেও। আঃ রহিম তাদের কথার তোয়াক্কা না করে মুরগীর বিষ্ঠা ও বর্জ্য ফেলেই যাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে সিপন মিয়া তারাবো পৌর মেয়র ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন।