তালা প্রতিনিধি : তালায় ২ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) মাননীয় সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথর বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা জনতা ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর আলম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ। এসময় বক্তারা বাংলাদেশ সরকার পরিকল্পিত ভাবে সামাজিক উন্নয়ন অবকাঠামো গত যে উন্নয়ন করেছেন তা তুলেধরার জন্য সকলকে আহবান জানান।