রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের গৌরম্ভা শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন উদ্ভোধন করেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন । সোমবার দুপুর ১২ টায় বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি শেখ হেলাল উদ্দিনের সহধর্মিনী রূপা চৌধুরী, সারহান নাসের তন্ময়, শেলী করিম,মাসরুজা চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুল আফজাল, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন। অন্যান্যের মধ্যে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন,রামপাল থানার ওসি লুৎফর রহমান সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আইসিটি ভবন, সাইক্লোন সেন্টার ও শহীদ মিনারের উদ্ভোধন করা হয়।