দাকোপে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রকাশঃ ২০২৩-১২-১৮ - ১৯:৫৯

দাকোপ প্রতিনিধিঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, এনজিও নবযাত্রা প্রকল্পের ম্যানেজার মোঃ আজিজুর রহমান, পরিমল কর্মকার, ইউপি সদস্য হানজালা শেখ এবং দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।