দাকোপে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশঃ ২০২৩-১২-১৮ - ১৯:৫৮

দাকোপ প্রতিনিধিঃ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ৪ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ১৬ জন জেলেদের মাঝে ১৬টি বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমারের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, এনজিও নবযাত্রা প্রকল্পের ম্যানেজার মোঃ আজিজুর রহমান, পরিমল কর্মকার, ইউপি সদস্য হানজালা শেখসহ গণমাধ্যমের কর্মিবৃন্দ।