দাকোপ প্রতিনিধিঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আওতায় কমিউিনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড এ্যাকোয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের অর্থায়নে দাকোপের কঁচা কার্প-গলদা মৎস্য চাষ সিবিও গ্রুপের সদস্যরা যশোরের মনিরামপুর উপজেলার সফল মৎস্য উদ্যোক্তা দীপঙ্কর মল্লিকের খামার পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন।
সোমবার এই অভিজ্ঞতা বিনিময় সফরে সিবিও গ্রুপের ২০ জন সদস্য অংশ নেয়। আধুনিক প্রযুক্তিতে গলদা-কার্প মিশ্র চাষ এবং বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে আধুনিক কলা কৌশলের বিষয়ে তারা সফল উদ্যোক্তার নিকট থেকে অভিজ্ঞতার বর্ণনা শোনেন। সফরে তারা যশোর সদর উপজেলায় এম ইউ সি ফুড পরিদর্শন কালে চিংড়ী ও মৎস্যজাত দ্রব্য প্রক্রিয়াকরণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। সফরে মনিরামপুরের ঝাঁপা বাওড়ে স্থানীয় উদ্যোগে নির্মিত ভাসমান সেতু পরিদর্শনসহ ইকো-টুরিজম বিষয়ে ধারনা লাভ করে। অভিজ্ঞতা বিনিময় সফরে খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিৎ কুমার এবং ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।