টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি-বিস্ফোরণের শব্দ

প্রকাশঃ ২০২৪-০২-২৯ - ১৯:৩৩

ইউনিক ডেস্কঃ তিন দিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে নতুন করে সীমান্তের বাসিন্দাদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তের ওপারে বিস্ফারণের পাশাপাশি বিমান থেকে গোলাবর্ষণের মত ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সবশেষ সোমবার বিকাল ৪টার পর থেকে আর কোনো বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়নি।  হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী উনচিপ্রাং, কাঞ্জরপাড়া এবং হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলেরডেইলসহ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নাফ নদীর ওপারে অন্তত দুই থেকে তিন কিলোমিটারের ভেতরে রাখাইন রাজ্যের বলিবাজার ও নাকপুরা এলাকায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সকালে আকাশে চক্কর দিতে দিতে বিমান থেকে মর্টার শেল অথবা বোমা বর্ষণ করতে দেখা গেছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

আরাকান আর্মির নিয়ন্ত্রণ নেওয়া বলিবাজার এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা স্থানীয়দের।