আজগর হোসেন ছাব্বিরঃ আসন্ন ৬ষ্ঠ দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপে চেয়ারম্যান ৬ ভাইস চেয়ারম্যান ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
খুলনা জেলা ও দাকোপ উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগনেতা মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন থেকে পদত্যাগী চেয়ারম্যান শেখ যুবরাজ, চালনা পৌরসভার সাবেক মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এবং যুবলীগনেতা গাজী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে যুবলীগনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, তাপস জোয়াদ্দার, দেবাশীষ রায়, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, সুনিল রায়, জাপানেতা জাহাঙ্গীর মোল্যা এবং সিপিবিনেতা কিশোর কুমার রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগনেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সাবেক ইউপি সদস্য বিথিকা রায়, মলিনা জোয়াদ্দার এবং ফাতেমা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১২ ও ১৩ মে মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৯ মে প্রত্যাহার এবং ২০ মে প্রতিক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারনা। উপজেলার মোট ১৩৪৬৮৩ জন ভোটার আগামী ৫ জুন ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পৃথক পদে নেতা নির্বাচীত করবেন।