ইউনিক ডেস্কঃ এনপির নেতা-কর্মীরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তাহলে তাঁরা বাড়িতে বউদের শাড়ি পুড়িয়ে দিচ্ছেন না কেন? ওনারাও তো ভারতীয় শাড়ি পরেন। এভাবেই কড়া ভাষায় খালেদা জিয়ার দলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিন ধরে বাংলাদেশে ভারতীয় জিনিসপত্র বর্জনের দাবিতে আন্দোলন শুরু করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তালিকায় রয়েছে বিএনপি-সহ আরও প্রায় ৬২টি দল।
বুধবার রাজধানী ঢাকার তেজগাঁওয়ে আওয়ামি লিগ কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ভারতীয় পণ্য বর্জনের প্রসঙ্গটি ওঠে। যা নিয়ে হাসিনা কড়া ভাষায় বলেন, “আমি বিএনপি নেতাদের বলব, যাঁরা যাঁরা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবাই বাড়িতে গিয়ে তাঁদের বউদের পুড়িয়ে দিন। কারণ তাঁরাও তো ভারতীয় শাড়ি পড়েন। ওনাদের শাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে না কেন? তাঁদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে, সব এনে যেদিন ওই অফিসের সামনে পোড়াবেন, সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যি ভারতীয় পণ্য বর্জন করেছেন।” ভারত থেকে চাল, ডাল, তেল, গরমমসলা, পেঁয়াজ, রসুন ও আদা আমদানির কথা তুলে হাসিনা প্রশ্ন করেন,” ভারত থেকে মশলাপাতি, আদা যা কিছু আসছে, তাঁরা কেউ যেন সেগুলো ব্যবহার না করেন। তাঁদের মশলাবিহীন খাবার রান্না করে খেতে হবে। কাজেই তারা সেটা করতে পারবেন কি না, সেই জবাবটাও তাঁদের দিতে হবে।”