অকাল বর্ষনে দাকোপে আমনের ব্যাপক ক্ষতি

প্রকাশঃ ২০২০-০১-০৪ - ১৭:৩৮

দাকোপ, খুলনা: শীত মৌসুমে গত কয়েক দফায় ঝড় বৃষ্টির পর আবারও গত ৩দিন যাবৎ টানা বৃষ্টি ও সাথে শৈত প্রবাহের কারনে দাকোপ সহ খুলনার গোটা দক্ষিনাঞ্চলের হাজার হাজার একর জমির পাকা আমন ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।রোদে শুকানোর জন্য জমিতে কেটে রাখা আমন ধান অনেক এলাকায় পানিতে ডুবে আছে,আবহাওয়া সত্তর ভাল না হলে জমিতে পচে নষ্ট হতে পারে হাজার হাজার মন আমন ধান।
খোঁজ খবর নিয়ে জানা গেছে,এবার কৃষকরা নাবিতে আমন রোপন করলেও আবহাওয়া মোটামুটি অনুকুলে থাকায় শেষ পর্যন্ত দাকোপ সহ প্রতিটি এলাকায় আমনের বাম্পার ফলন হয়।বাম্পার ফলনের মুখে বুলবুল ঝড় সহ কয়েক দফা ঝড় বৃষ্টি দূর্যোগ বয়ে গেলেও ফসলের তেমন কোন ক্ষতি ছাড়াই আমন ফসল ভালভাবেই টিকে ছিল।সর্বশেষ আজ শনিবার পর্যন্ত ৩ দিন যাবৎ টানা অকাল বর্ষনের কারনে পাকা ধান কাটার ভরা মৌসুমে ধানের মাঠে ও বাড়ির খামার,উঠানে পানি জমে আমনের ব্যাপক ক্ষতি হতে চলেছে ।
বাজুয়া,কৈলাশগনজ,বানিশান্তা,লাউডোব,দাকোপ,সুতারখালি,কামারখোলা,তিলডাংগা, পানখালি ইউনিয়ন এমনকি দাকোপ সদর চালনাপৌর এলাকারও কয়েক’শ বিঘা জমির ধানও ক্ষতির মুখে পড়েছে।এ বিষয় দাকোপের আনন্দনগর গ্রামের কৃষক আকরব গাজী,পানখালি গ্রামের কৃষক শেখ গোলাম রসুল জানান এবার আমন ফসলের আশাই ছেড়ে দিয়ে পরে নাবিতে অনেক কষ্টে অনেক টাকা খরচ করে জমি রোপন করি,ফলনও ভাল হয় কিন্তু অকালে এমন বৃষ্টিতে এখন সব শেষ হওয়ার পথে,২/১ দিনের ভিতর আবহাওয়া ভাল না হলে,কড়া রোদ না বেরোলে কৃষকের সব শেষ হয়ে যাবে।ধানের এমনিতে দাম খুব কম তাপর যদি বৃষ্টিতে পঁচে যায় তাহলে আমরা বাঁচবো কি খেয়ে । কৃষি কর্মকর্তা দাশ বিভুতি রঞ্জন জানান,ধান কাটা ও মাড়াইয়ের সময় পৌষে বৃিষ্টতে দাকোপের কৃষকরা পড়েছে মহাবিপদে রবিবার থেকে যদি বৃষ্টি আর না হয় তাহলে ক্ষতির পরিমান কমে যাবে।