ফুলতলায় পাষন্ড পুত্রের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা গুরুতর জখম

প্রকাশঃ ২০২৪-০৪-২৪ - ২০:৩৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// পাষন্ড পুত্রের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা আবু তালেব শেখ (৬৫) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়ে । এ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ফুলতলার আলকা গ্রামের মধ্যপাড়ায় । তিনি ওই গ্রামের মৃতঃ আজিজ শেখের পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ছেলে মেয়েদের চাপের মুখে গত ৪ মাস পূর্বে নিজ স্ত্রীকে বঞ্চিত করে আবু তালেব শেখ দুই ছেলে ও এক মেয়েকে বাড়ি ঘর ও জমি লিখে দিতে বাধ্য হন। মঙ্গলবার সকালে তার ছোট ছেলে ও ফুলতলা বাজারের ব্যবসায়ী হেলাল শেখ (৩২) তার নামে রেজিষ্ট্রিকৃত বাড়ি থেকে পিতাসহ অন্যদেরকে নেমে যেতে চাপ সৃষ্টি করে। তবে এই মুহুর্তে পিতা আবু তালেব বাড়ি থেকে নামতে অস্বীকার করে। এ ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পীতভাবে হেলাল শেখ অজ্ঞাত আরও কয়েক যুবককে সাথে নিয়ে ওৎ পেতে থাকেন। রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে আবু তালেব শেখকে জাপটে ধরে তার পুত্র হেলাল শেখ উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে হেলাল শেখ তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা হাসপাতাল পরে খুলনা মেডিকেল কলেজ পাসপাতালে ভর্তি করে। তার বুকের বামপাশে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় পাষন্ডপুত্র আটক হয়নি।