অনেকেই লকডাউনের গুরুত্ব বুঝছেন না: মোদী

প্রকাশঃ ২০২০-০৩-২৩ - ১৩:৫৮

আন্তর্জাতিক : করোনাভাইরাসের বিধিনিষেধের মধ্যে এখনও অনেকেই এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না; বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের সমস্ত নাগরিককে করোনা সতর্কতা বজায় রাখার আহ্বান জানালেন তিনি । দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত ভারতে এই মারণ ভাইরাসে  আক্রান্ত কমপক্ষে ৩৯০ জন, মারা গেছেন ৭ জন।

এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১শে মার্চ পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি এবং উত্তরাখণ্ডে চলবে না কোনও ট্রেন, চলবে না মেট্রোও। পাশাপাশি বন্ধ থাকবে আন্তঃরাজ্য বাস চলাচল। শপিং মল, সিনেমা হল, স্কুল, কলেজ এবং জিমও বন্ধ বিভিন্ন রাজ্যে।