আটোয়ারীতে ইউএনও-কে বিদায় সংবর্ধনা

প্রকাশঃ ২০২০-০৭-০১ - ১৯:৩৬

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের বিদায়ী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র পদোন্নতিসহ অন্যত্র বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। ৩০ জুন বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম। শ্রদ্ধাঞ্জলী পাঠসহ অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো: জাহেদুর রহমান। আটোয়ারীতে ইউএনও মহোদয়ের সাড়ে তিন বছর কর্মকালীন স্মৃতি বিজড়িত তথ্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম এবং ইউএনও শারমিন সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বলরামপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, রাধানগর ইউনিয়ন কমান্ডার জ্যোতিষ চন্দ্র বর্মন, মির্জাপুর ইউনিয়ন সহকারী কমান্ডার নুরুল ইসলাম নূর প্রমুখ। সাবেক উপজেলা কমান্ডার নজরুল ইসলাম আবেগ আপ্লুত হয়ে তার বক্তব্যে বলেন, ইউএনও শারমিন সুলতানা আটোয়ারীতে মুক্তিযোদ্ধাদের কন্যা সন্তানের মত ছিল। মুক্তিযোদ্ধারা তাঁকে আপন কন্যা সন্তানের মত স্নেহ করতো। তিনিও মুক্তিযোদ্ধাদেরকে পিতার মত শ্রদ্ধা করতেন। তাই তাঁর পারিবারিক জীবন, চাকুরী জীবন, সামাজিক জীবনে সাফল্য বয়ে আনুক এই কামনা করি। বিদায়ী ইউএনও শারমিন সুলতানা তাঁর বক্তব্যে বলেন, সরকারি বিধি মেনে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কোন মানুষ দীর্ঘশ্বাস ফেলবে আমার জানামতে এমন কাজ করিনি। নিয়মের বাহিরে কোন কাজ করিনি। এতে অনেকে কষ্ট পেয়েছেন। আমি যতটুকু পেরেছি, মানুষের সেবা দিয়েছি, এলাকার উন্নয়নে,রাষ্ট্রের স্বার্থে কাজ করেছি। আল্লাহর রহমতে আটোয়ারীবাসীর দোয়া ও বাবা-মায়ের দোয়ায় আজ আমার পদোন্নতি হয়েছে। তিনি বলেন, আপনাদের দোয়া অব্যাহত থাকলে আমার পদোন্নতিও অব্যাহত থাকবে-ইনশাল্লাহ।