করোনা ভাইরাসের পরিত্রান পেতে নিজেদেরকে সচেতন এবং স্রষ্টার কাছে প্রার্থনা করতে হবে -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২০-০৪-০১ - ২০:২১

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, দেশে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে লকডাউন করা হয়েছে। লকডাউনে সাধারণ খেটে খাওয়া মানুষেরা বেকার হয়ে পড়েছে। ফলে তাদের মৌলিক চাহিদা পুরণে সরকার ত্রানের ব্যবস্থা করেছে। দলমত, ধর্ম বর্ণের কোন ভেদাভেদ নেই- দল ও ধর্ম একটাই, সেটি হলো দেশের জনগন। গরিব দুঃস্থ ও অসহায় জনগনের দুঃখ দুর্দশা লাঘবের জন্য পর্যায়ক্রমে সকলকে ত্রানের আওতায় আনতে হবে। এ মহামারী থেকে পরিত্রান পেতে নিজেদেরকে সচেতন, স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন ও স্রষ্টার কাছে প্রার্থনা করতে হবে।

বুধবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউএনও পারভীন সুলতানা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) রুলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার প্রমুখ। পরে প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং ফুলতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অসহায় ও হতদরিদ্র ইউনিয়নবাসীদের মাঝে ত্রান বিতরণ করেন।