কলেজ ছাত্রী জয়ী আত্নহত্যা: দাকোপে পৃথক দু’টি স্থানে মানববন্ধন ও সমাবেশে  আল্টিমেটাম

প্রকাশঃ ২০১৭-১১-১১ - ১৯:০৪

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : খুলনার দাকোপে কলেজ ছাত্রী জয়ী আত্নহত্যায় অভিযুক্ত ইনজামামকে গ্রেফতার পূর্বক ফাঁসীর দাবীতে পৃথক দু’টি স্থানে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও আসামী ইনজামাম মীর্জা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ঐক্যবদ্ধ দাকোপবাসী যে কোন মুল্যে ওই ইনজামামের দৃষ্টান্তমূলক শাস্থি দেখতে চাই। পুলিশ প্রশাসনের ব্যর্থতার সমালোচনায় কঠোর হুশিয়ারী উচ্চারন করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন অন্যথায় দাকোপ থানার অফিসার ইনচার্জকে দাকোপ ছেড়ে যেতে হবে। শনিবার বেলা ১১ টায় উপজেলার বাজুয়া চড়ারবাঁধ এলাকায় হাজার হাজার নারী পুরুষের অংশ গ্রহনে এ দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবীতে এরপর মৃত্যু জয়ীর শিক্ষা প্রতিষ্ঠান লাউডোপ সরকারী এল বি কে মহিলা মহাবিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাউডোপ ইউপি চেয়ারম্যান সরোজিত রায়ের সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। সমাবেশে অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, এল বিকে সরকারী মহিলা মহাবিদ্যালয়ের অফিসার ইনচার্জ কুমারেশ মন্ডল, বাজুয়া এস এন ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়, জেলা আ’লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জেলা পরিষদ সদস্য এ্যাডঃ রজত কান্তি শীল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, অধ্যাপক দুলাল রায়, গাজী আঃ রহিম, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রজত শুভ্র গাইন, শশাঙ্ক শেখর ঢালী, মৃত্যু জয়ীর পিতা কুমারেশ মন্ডল, কাকা সমরেশ মন্ডল, সহপাটি শিক্ষার্থী শাহানা আকতার, জয়নাব আকতার, রেহানা খাতুন, দোলা, বৃষ্টি। সমাবেশ পরিচালনা করেন মানস মুকুল রায়। সমাবেশ ও মানব বন্ধনে এ সময় আরো উপস্থিত ছিলেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগনেতা শিবপদ পোদ্দার, অসিত কুমার সরকার, তপন রায়, খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ রায়, সাধারন সম্পাদক অনিমেষ সরকার রিন্টু,  রতন কুমার মন্ডল, পাবক মিস্ত্রি। সমাবেশে জয়ীর আত্নহত্যার জন্য দায়ী ইনজামামের ফাঁসীর দাবীতে গনস্বাক্ষর গ্রহন করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর রবিবার প্রাইভেট পড়ে আসার পথে বাজুয়া এস এন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক মীর্জা লাউডোপ সরকারী এল বিকে ডিগ্রী কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্রী জয়ী মন্ডলকে উত্যক্তের ধারাবাহিকতায় লাঞ্চিত করে। এ ঘটনায় জয়ী ওই রাতে কলেজ হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরেরদিন জয়ীর বাবা বাদী হয়ে প্রথমে অপমৃত্যু মামলা এবং পরে ইনজামামকে আসামী করে আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে। ঘটনার পর থেকে বিক্ষুদ্ধ জনতা ইনজামামের শাস্থির দাবীতে ধারাবাহিকভাবে রাজপথে কর্মসূচী পালন করে আসছে। এ দিকে মামলার পর পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালালেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।