কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা

প্রকাশঃ ২০২০-০৪-০২ - ২০:৪১

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলায় দু’ভাই আহত হয়ে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেশবপুর থানা বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামের ভুন্ডল দাসের সাথে প্রতিবেশি রবিন দাস গংদের সাথে জমি ও বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ৩১ মার্চ ভোরে রবিন দাস, মন্টু দাস, মান্দার দাস, ফুলচান দাস, সোনা দাস সংগবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে বাশের লাঠি, লোকার রড-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুন্ডল দাস ও তার ভাই শ্যামা দাসের উপর হামলা চালায়। ভুন্ডল দাস ও শ্যামা দাসের আত্নচিৎকারে অপর প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা আরো মারপিট ও খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। মারাত্নক আহতাবস্থায় ভুন্ডল দাস (৫০) ও শ্যামা দাস (৪০) কে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভুন্ডল দাসের স্ত্রী ফুলঝুরি দাসী বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য রবিন দাস গং ইতিপূর্বেও ভুন্ডল দাস গংদের উপর হামলা চালিয়েছিল।