কেসিসিতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত

প্রকাশঃ ২০১৮-০৪-০৯ - ২১:১৫

খুলনা : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা ওয়ার্ড- ০১ শাহাদাৎ মিনা, ওয়ার্ড- ০২ মো. সাকিল আহমেদ, মাষ্টার আব্দুস সালাম, ওয়ার্ড- ০৪ মো. গোলাম রাব্বানী, ওয়ার্ড- ০৫ মো. হারুন অর রশিদ, ওয়ার্ড- ০৬ এস এম ওয়াজেদ আলী মজনু, ওয়ার্ড- ০৭ শেখ সেলিম আহমেদ, ওয়ার্ড- ০৮ মো. সাহিদুর রহমান, ওয়ার্ড- ০৯ মোল্লা হায়দার আলী, ওয়ার্ড- ১০ ডা. এস এম সায়েম মিয়া, ওয়ার্ড- ১১ মুন্সি আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড- ১২ মো. আসলাম খান মুরাদ, ওয়ার্ড- ১৩ এস এম খুরশীদ আলম টোনা, ওয়ার্ড- ১৪ (খালিশপুর) মো. শাহজাহান জমাদ্দার, ওয়ার্ড- ১৫ মো. আমিনুল ইসলাম মুনড়বা, ওয়ার্ড- ১৬ শেখ আবিদ উল্লাহ, ওয়ার্ড- ১৭ এস এম মনিরুজ্জামান সাগর, ওয়ার্ড- ১৮ টি এম আরিফ, ওয়ার্ড- ১৯ হাজী মো. মোতালেব মিয়া, ওয়ার্ড- ২০. চ. ম. মুজিবর রহমান, ওয়ার্ড নং-২১ শামছুজ্জামান মিয়া স্বপন, ওয়ার্ড নং-২২ কাজী আবুল কালাম আজাদ বিকু, ওয়ার্ড নং-২৩ বিরেন্দ্র নাথ ঘোষ, ওয়ার্ড নং-২৪ এ এন এম মাঈনুল ইসলাম নাসির, ওয়ার্ড- ২৫ আলী আকবর টিপু, ওয়ার্ড- ২৬ শেখ আব্দুল আজিজ, ওয়ার্ড নং-২৭ জেড এ মাহমুদ ডন, ওয়ার্ড নং-২৮ আজমল আহমেদ তপন, ওয়ার্ড নং-২৯ মো. সাইফুল ইসলাম, ওয়ার্ড নং-৩০ এস এম মোজ্জাফফ রশিদী রেজা, ওয়ার্ড নং-৩১ এস এম আসাদুজ্জামান রাসেল।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা: সংরক্ষিত আসন- ০১ (ওয়ার্ড- ০১, ০২ ও ০৩) ফাতেমা তুজ জোহরা, সংরক্ষিত আসন- ০২ (ওয়ার্ড-০৪, ০৫ ও ১৬) সাহিদা বেগম, সংরক্ষিত আসন- ০৩ (ওয়ার্ড- ০৭, ০৮ ও ১০) রেহানা গাজী, সংরক্ষিত আসন- ০৪ (ওয়ার্ড ১১, ১২ ও ১৩) μমিক প্রার্থীর নাম ১ পারভীন আক্তার, সংরক্ষিত আসন- ০৫ (ওয়ার্ড- ০৯, ১৪ ও ১৫) তাসলিমা আক্তার লিমা, সংরক্ষিত আসন- ০৬ (ওয়ার্ড- ১৬, ১৭ ও ১৮) আমেনা হালিম বেবী, সংরক্ষিত আসন- ০৭ (ওয়ার্ড- ১৯, ২০, ২৫ ও ২৬) মাহমুদা বেগম, সংরক্ষিত আসন ০৮ (ওয়ার্ড- ২১, ২২, ২৩) হালিমা ইসলাম, সংরক্ষিত আসন- ০৯ (ওয়ার্ড ২৪, ২৭, ২৮) নিভানা পারভীন, সংরক্ষিত আসন- ১০ (ওয়ার্ড- ২৯, ৩০, ৩১) লুৎফুন নেছা লুৎফা।