ক্রিয়েটিব ট্যালেন্ট হান্ড’র প্রথম পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

প্রকাশঃ ২০১৭-০৮-২৪ - ২২:০০

খুলনা : নগরীর উমেশ চন্দ্র লাইব্রেরীতে গাইডেন্স ষ্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েসন (GSWA) এর উদ্যগে বৃহস্পতিবার ক্রয়েটিব ট্যালেন্ট হান্ড এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় শিক্ষাবিদ অধ্যাপক অসিত বরন ঘোষ তার মূল্যবান বক্তব্য দেন যা শিক্ষার্থীদের অনুপ্রানিত করে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন ছেলে মেয়েদের স্বাধীন ভাবে শিক্ষা গ্রহন করার কথা তার বক্তব্যে আরো উঠে আসে ছেলে মেয়েদের বিদ্যানয় প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার কথা এছাড়া বক্তব্য প্রদান করেন আলহাজ্ব শেখ মোশারফ হোসেন, সভাপতি বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটি এছাড়া বক্তব্য দেন জনাব আসাদুজ্জামান রানা, সভাপতি (এঝডঅ) তিনি বলেন এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ট্যালেন্ট খুজে বের করা অর্থাৎ মেধাবি শিক্ষার্থীদের আবিস্কার করা, তাদেরকে আর উৎসহ প্রদান করা, তাদের মধ্যে প্রতিযোগিতা শৃষ্টি করে বিজয়ীদেরকে পুরুস্ককৃত করা এবং গ্রাম বাংলা তথা শহরের সকল স্কুলের শিক্ষর্থীদের নিয়ে আমাদের এই (GSWA) এর ক্রিয়েটিব ট্যালেন্ট হান্ড এর যাত্রা শুরু। মোট ১১০০ শতাধিক এর বেশি শিক্ষার্থী নগরীর বিভিন্ন স্কুল থেকে ক্রিয়েটিব ট্যালেন্ট হান্ড এর প্রতিযোগিতায় হাজি ফয়েজ উদ্দিন স্কুল খুলনায় গত ১১/০৮/২০১৭ অংশ গ্রহন করে। এদের মধ্যে থেকে ৩ টি গ্রুপে মোট ৩০ জন বিজয়ীকে মেডেল, ক্রেস্ট, বই টি-র্শাট এবং সার্টিফিকেট পুরুস্কার হিসাবে দেওয়া হয়। খুলনার শিক্ষর্থীদের অভিবাবকদের মধ্যে থেকে বক্তব্য দেন বি এল কলেজের প্রানী সম্পদ বিভাগ এর শিক্ষক সহ আরো অনেকে।