খুলনায় আটক দুই মাদক ব্যবসায়ীকে জেল

প্রকাশঃ ২০১৯-০৭-১৪ - ১২:২৪

স্টাফ রিপোর্টার : খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি টিম অভিযান চালিয়ে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে হাছান (৩১) ও মোসাঃ সাপিয়া বেগম (৩৪)। তাদের কাছ থেকে ৪শ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এছাড়া ইয়াবা সেবনের অপরাধে বাবু লস্কর (৩৯) নামে এক মাদক সেবাীকে আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে যথাক্রমে ৬ মাস ও ৩ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এছাড়া আটক মহিলাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ১শ’ টাকা জরিমানা প্রদান করেন। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গতকাল শনিবার খুলনা তেরখাদা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মো: রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরান খানে নেতৃত্বে তেরখাদাথানাধীন বিভিন্ন মাদক স্পটের মাদক ব্যবসায়ীদের বাড়িতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালান। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ হাছানকে ৩শ গ্রাম গাজাসহ আটক করেন। একই উপজেলায় মোঃ জাকির হোসেনের স্ত্রী সাপিয়া বেগমকে ১শ’ গ্রাম গাজাসহ আটক করেন। এছাড়া ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বর আ: মান্নানের পুত্র বাবু লস্করকে ইয়াবা ট্যাবলেট সেবন করায় তাকে আটক করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক মাদক ব্যবসায়ী হাছানকে ৬ মাস, বাবু লস্কর কে ৩ মাস এবং সাপিয়া বেগমকে ৭ দিন এবং ১শ’ টাকা জরিমানা প্রদান করেন।