খুলনায় ইয়াবা গাজা সহ আটক ৩ : দুই জনকে সাজা

প্রকাশঃ ২০১৮-০৯-০৮ - ২১:৫২

নিজস্ব প্রতিবেদক : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ নুরনবী শেখ (১৮), মোঃ সোহরাব হোসেন (৪০) ও মোঃ আকরাম হোসেন মুন্সী (৪৪)। এদের মধ্যে সোহরাবকে ১ মাস ও আকরামকে ৬ মাস ভ্রম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। পৃথক অভিযানে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াছুর রহমান ও তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোঃ লিটন আলী ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। শনিবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী রূপসা ও তেরখাদায় অভিযান চালিয়ে মাদকসহ বিক্রেতাদের আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রূপসা উপজেলা আলাইপুরে গ্রামে ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মোঃ জব্বার শেখের পুত্র মোঃ নূরনবীকে ১৭পিস ইয়াবাসহ আটক করা হয়। একই গ্রামে ৩নং ওয়ার্ডে বাসিন্দা মৃত রহমান শেখের পুত্র মোঃ সোহরাব হোসেনকে ১শ’ গ্রাম গাজাসহ আটক করা হয়। এ সময় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান ভ্রম্যমান আদালত পরিচালনা করে সোহরাবকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। অপরটি তেরখাদা উপজেলা ইখুড়ী গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা মৃত আঃ রাজ্জাক মুন্সীর পুত্র মোঃ আকরাম হোসেন মুন্সীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন। পরবর্তীতে তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী ভ্রম্যমান আদালত পরিচালনা করে আটক আকরামকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। অপর আসামী মোঃ নুরনবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকের আইনে মামলা দায়ের করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান বলেন, মাদক বিরোধি বিশেষ অভিযান তার তত্ত্বাবধায়নে ‘ক’ ‘খ’ ও গোয়েন্দা শাখার পরিদর্শক নিয়ে গঠিত টিম দিনব্যাপী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন।। এর পাশাপাশি বিশেষ টাস্ক ফোর্সের টিম অভিযান অব্যাহত রেখেছে।