খুলনায় ফাস্টফুডের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৮

প্রকাশঃ ২০১৮-০৪-১৩ - ২০:৫৫

খুলনা : খুলনায় ফাস্টফুডের দোকানের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর আহসান আহমেদ রোডের রোস্টার কিং ফাস্টফুডে এ ঘটনা ঘটে। এসময় সিলিন্ডার বিস্ফোরণে আহত হন- ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আল আমিন, ফায়ার সার্ভিসের লিডার মামুন, ফায়ারম্যান ফরিদ, মেজবাহ এবং দোকানে মুরগি সরবরাহকারী আবু তাহের। বাকি তিনজনের নাম জানা যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান জানান, দুপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় রান্নাঘরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার সার্ভিসের তিনকর্মী, দোকান মালিকসহ আটজন দগ্ধ হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরে ফায়ারম্যান ফরিদসহ তিনজনকে ঢাকায় পাঠানো হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার শরীফ।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর রবিউল ইসলাম জানিয়েছেন, পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের মধ্যে এদের মধ্যে ফায়ারম্যান ফরিদের অবস্থা আশংকাজনক।