খুলনায় বেড়েই চলেছে কিশোর অপরাধ

প্রকাশঃ ২০১৯-০৭-০৮ - ১২:৫৮

খুলনা : খুলনায় বেড়েই চলেছে কিশোর অপরাধ। উঠতি বয়সী তরুণ ও কিশোররা জড়িয়ে পড়ছে ইভটিজিং, মাদক সেবন, গণধর্ষণ ও গ্যাং কালচারসহ নানা অপরাধে।  নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণেই বাড়ছে এমন অপরাধ।

সম্প্রতি নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় বন্ধুদের সঙ্গে তোলা ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে গণধর্ষণ করে সাতজন। এ ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী, অভিভাবক ও মানবাধিকার কর্মীরা।

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় খুলনা মেট্রেপলিটন পুলিশের ৮টি থানায় গত মাসেই দায়ের হয়েছে ১৬টি মামলা।

খুলনা মহানগর কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন বলছেন, পুলিশের তদন্ত প্রতিবেদনে ঘাটতি থাকায় পার পেয়ে যাচ্ছে দোষীরা।

এ অবস্থায়, অপরাধ নির্মূলে তৎপরতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি পুলিশ নগরবাসীর সঙ্গে মতবিনিয় কার্যক্রম শুরু করেছে বলে জানান পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।

খুলনা মেডিক্যাল কলেজের মানসিক ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এস এম ফরিদুজ্জামান বলেন, সামাজিক ও পারিবারিক মূল্যেবোধই এ অবস্থার পরিবর্তন করতে পারে।