গাইবান্ধায় বিদ্যুৎ স্পর্শে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশঃ ২০২০-১১-১৪ - ১৩:৪৪

আশরাফুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বাড়ীর পাশে সন্ধার পরে অন্ধকারে ভোতায় আলো জ্বালিয়ে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে আক্রান্ত হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ১৩-নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ।

নিহতরা হলেন উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দালির পুত্র রাজাউল,রাজাউলের মা রেখা বেগম (৪০) ও রেখা বেগমের ৮ম শ্রেণী পড়–য়া নাতী সুজন (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, রেখা বেগম তার পুত্র রাজাউল ও নাতী সুজনকে নিয়ে বাড়ীর পাশে ডোবা জমিতে সন্ধার পর অন্ধকারে ভোতা জ্বালিয়ে মাছ ধরতে যায়। ভোতার আলোতে মাছ ধরতে গিয়ে জমিতে পরে থাকা পতিত বিদ্যুৎ এর তারে বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবারেরসহ গ্রামটিতে শোকের ছায়া পড়েছে। আশেপাশের গ্রাম হতে নিহতদের দেখতে ভির জমে যায় ।

এছাড়াও এঘটনার পর স্থানীয়দের খবরে উক্ত বাড়ীতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হয়ে ঘটনাটি সম্পর্কে তথ্য অনুসন্ধান করছেন।