গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে মোট ৫৪৫ জন

প্রকাশঃ ২০২০-০৫-১১ - ১৯:০০

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় সোমবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমান হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৫৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
জেলায় গত ২৪ ঘন্টায় ৫৪৫ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২০, গোব্দিন্দগঞ্জে ৩৭, সদরে ৮৫, ফুলছড়িতে ১৪৪, সাঘাটায় ১৬৬, পলাশবাড়ীতে ১২, সাদুল্যাপুরে ৮১ জন।