জনগণ না চাইলে আর এ অঞ্চলের নেতৃত্বে দিতে চাই না : খুলনা সিটি মেয়র

প্রকাশঃ ২০১৮-১১-০৪ - ২১:২১

আবু হোসাইন সুমন, মোংলা : খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমি এবং আমার সহধর্মিনী দীর্ঘ ২৪ বছর ধরে মোংলা-রামপালের মানুষের পাশে থেকেছি এবং উন্নয়ন করেছি। আমাদের এই দীর্ঘ কাজের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমাদের আর প্রয়োজন নাই, তাহলে এই অঞ্চলের মানুষের মন মানসিকতার দিকে তাকিয়ে এখানে আর নেতৃত্ব দিতে চাইনা। আর মনের দিক থেকে যদি মনে করেন বিগত ২৪ বছর আপনাদের সেবা করেছি, তাহলে আপনারাই বলবেন হাবিবুন নাহার পুনরায় মনোনয়ন চাইবে কিনা। আপনাদের সমর্থনেই মনোনয়ন সংগ্রহ এবং জমা দিবেন হাবিবুন নাহার। যদি কারো কোন আপত্তি থাকে তাও বলবেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রবিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় মেয়র খালেক তৃনমুলের নেতা-কর্মীদের কাছে হাবিবুন নাহারের মনোনয়ন প্রসঙ্গে মতামত জানতে চাইলে সকলে হাত তুলে হাবিবুন নাহারের পক্ষে সমর্থন জানান। এ সময় তিনি আরো বলেন, সংসদ সদস্য হিসেবে ১৯৯১ সাল থেকে শুরু করে এ এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করেছি, জনগণের কাজে কোনদিন ফাকি দেইনি, তাদের কোন ক্ষতি করিনি এবং ক্ষতি হতেও দেইনি। নি:স্বার্থভাবে কাজ করায় এখানকার মানুষ আমাকে এবং আমার সহধর্মিনীকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করে আসছেন। এজন্য এ এলাকার মানুষের প্রতি আমি চির ঋনী ও কৃতজ্ঞ। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপালের আমার আপামর প্রাণের মানুষ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। এবং হাবিবুন নাহারকেও সেই সাথে এই আসন থেকে জয়ী করবেন সকলের প্রতি আমার এই প্রত্যাশাই রইল। শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আ: রহমান, যুবলীগ নেতা ই¯্রাফিল হাওলাদার ও ইকবাল হোসেন প্রমুখ।