জনগনের স্বাস্থ্য সেবার জন্য সরকার নতুন চিকিৎসক নিয়োগ ও সরঞ্জামাদি সরবরাহ করছে -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২০-০২-১৩ - ২১:২৮

ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিয়েছে। হাসপাতালে রোগীদের জন্য নতুন করে চিকিৎসক নিয়োগ ও প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করছে। এতে সাধারণ মানুষ খুব সহজেই চিকিৎসাসেবা নিতে পারছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ওসি মোঃ মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সিরাজুম মুনিরা, ডাঃ সুমাইয়া সুলতানা, ডাঃ সাদিয়া মনোয়ারা উষা, ডাঃ মিঠুন চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী, তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শামসুল আলম খোকন প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি উপজেলা প্রাণী সম্পদ অফিস পরিদর্শন করেন।