জীবনকে বিকশিত করতে লেখাপড়ার বিকল্প নেই -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০১৯-১২-০৯ - ১৮:৫৬

ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, জীবনকে বিকশিত করতে হলে লেখাপাড়ার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা ক্ষেত্রে অভ‚তপূর্ব উন্নয়ন করেছেন। শিক্ষার্থীদের মাদক ও ইন্টানেটের অবাধ ব্যবহারের ক্ষতি সস্পর্কে সচেতন হতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা সততা এবং দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করলে সুনাম বাড়বে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে সকলে এক যোগে কাজ করলে দেশ আরও উন্নতি লাভ করবে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ফুলতলা এম এক কলেজ মিলনায়তনে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও রুলী বিশ্বাস, ওসি মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, সেলিম আহমেদ, আবু তাহের রিপন। সহকারী অধ্যাপক প্রদ্যুৎ রুদ্র চৈত্রীর পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক গাজী মামুনার রশিদ, সহকারী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন খান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বণিক নেতা রবিন বসু, প্রভাষক চিরঞ্জীব চ্যাটার্জী, শিক্ষার্থী তানভীন জেরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ফিরোজা আক্তার বানু, ফুটলাল দত্ত, প্রভাষক দুরাফসান ফারহানা শুরভী, রুমানা আফরোজ জুই, শহিদুল ইসলাম, মোঃ সেলিম খান, আনোয়ারা রুলি, প্রসেনজিৎ রায়, মনিরা পারভীন, নিপা হালদার, সানজিদা খানম, হালিমা রোজী, রবিউল ইসলাম মোল্যা, আশরাফুল আলম মোড়ল, জীম বিশ্বাস, কাজী শান্ত, আলাউদ্দিন আক্তার, আরিফ সরদার প্রমুখ। প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এম এক কলেজ পরিচালনা কমিটির এক সভায় যোগদান করেন।