ডুমুরিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশঃ ২০২১-০১-১০ - ১৮:১৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডুমুরিয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বসাক, গোপাল চন্দ্র দে, মোল্যা সোহেল রানা, সরদার আব্দুল গণি, আবু বক্কার খান, মোল্যা জাহিদুল ইসলাম, অধ্যাপক বিষ্ণুপ্রসাদ মল্লিক, শোভা রানী হালদার, এসএম জাহাঙ্গীর আলম, অধ্যাপক আমিনুল ইসলাম খান, খান নজরুল ইসলাম, আছফার হোসেন জোয়ার্দ্দার, গাজী তৌহিদ আহমেদ, ডাঃ দীন মোহাম্মদ খোকা, মাসুদ রানা নান্টু, সৌমিত্র বিশ্বাস, জামিল আক্তার লেলিন, এমএম হুমায়ুন কবির, শীলা রানী মন্ডল, হাবিবুর রহমান হাবিব, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, রবিউল ইসলাম আন্টু, কাজী মেহেদী হাসান রাজা, সুমন সরদার, শিমু আক্তার, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। এরআগে সাবেক মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।