ডুমুরিয়ায় বাস দুর্ঘটনায় আহত ৩

প্রকাশঃ ২০২০-০৮-০৫ - ১৮:২৬

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা সড়ক ও ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ব্রীজের পশ্চিমপাশে বরাতিয়ার মোড়ে বুধবার দুপুরে বাস দুর্ঘটনায় তিনযাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া দুইটার দিকে যাত্রীবাহি বাস যার নং-ঢাকা মেট্রো জ ১১-২৮৯৩ চুকনগর অভিমুখে যাচ্চিল। পথিমধ্যে খর্ণিয়া ব্রীজের পশ্চিমপাশে বরাতিয়ার মোড়ে পৌঁছালে অপরদিক দিয়ে আসা মালবাহি ট্রাকটিকে যার নং খুলনা মেট্রো ট ১১-২৬২৭ অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় বাসের যাত্রীদের মধ্যে তালা তেতুলিয়ার হুমায়ুনের স্ত্রী ফতেমা বেগম (৩০), সাতক্ষীরার লুৎফর রহমানের স্ত্রী রোকেয়া বেগম (৫০), পাইকগাছার তাতিখালির সেকেন্দার আলীর স্ত্রী সালমা বেগম (৩০) আহত হয়।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগোল কিশোর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাসটি পাশের খাদে উল্টে পড়ে আছে। স্থানীয় জনতা ও আমরা যৌথ প্রচেষ্টা চালিয়ে যাত্রীদের উদ্ধার করি। তারমধ্যে তিন মহিলা আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীরা সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, বরাতিয়ায় যাত্রীবাহি বাস অপর দিক দিয়ে আসা একটি ট্রাক’কে ক্রস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটি ভয়ানক ভাবে পড়লেও তিনজন যাত্রী ছাড়া অন্য সকলেই ভালো আছে। ##