ডুমুরিয়ায় রীচ’র সাবান বিতরণ

প্রকাশঃ ২০২০-০৯-২৮ - ১৮:৪২

ডুমুরিয়া প্রতিনিধি : বুয়েট এবং অক্সর্ফোড ইউনিভাসিটির যৌথ উদ্যোগে পরিচালিত রীচ’র সেফপানি প্রকল্পের আয়োজনে ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাবান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ে ইউপি সদস্য হুমায়ুন কবিরের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ফিল্ড ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় প্রধান অতিথি বলেন, বুয়েট এবং অক্সর্ফোড ইউনিভার্সিটির যৌথ ভাবে পরিচালিত রীচ’র সেফপানি প্রকল্পটি দির্ঘ দিন ধরে খুলনার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার ২৯ নম্বর পোল্ডার এলাকা জুড়ে সুপেয় পানি সংক্রান্ত গবেষণার কাজ করে আসছে। চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা নিশ্চিত ও জন সচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করছি। আর এ কাজের প্রধান স্তর হল আমাদের সকলকে পরিস্কার পরিচ্চন্ন থাকা। নিয়মিত মাক্স ব্যবহার করা, ঘন ঘন হাতে সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করা। তাই আমাদের প্রকল্পের মাধ্যমে সাবান বিতরণের কাজ শুরু করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার চন্দন দাশ।