ডুমুরিয়া ইটভাটা শ্রমিক সংগঠনের সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০২০-১১-১৪ - ১৬:৪৯

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ইটভাটা শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ডুমুরিয়া প্রেসক্লাবের নীচতলায় শ্রমিক ইউনিয়নের সভাপতি গাজী মোস্তফা সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি বলেন, খেটে খাওয়া শ্রমিকরা আজীবন নির্যাতিত, নিষ্পেষিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ঠিক তেমনি ডুমুরিয়ার ইটভাটা শ্রমিকরাও আজ অবহেলিত। আমাদের ৬দফা দাবিগুলো হল বেতন বৃদ্ধি, দুর্ঘটনা কবলিত শ্রমিকের চিকিৎসা ভার বহন, দাদনের নামে সাদা কাগজ বা ষ্টাম্পে স্বাক্ষর না নেওয়া, মিথ্যা অভিযোগে পুলিশ দিয়ে হয়রানি না করা ও ইচ্ছার বিরুদ্ধে জোর করে কাজে বাধ্য না করা। কিন্তু এ নিয়ে বার বার বলা হলেও আজ পর্যন্ত তা পূরণ হয়নি। বরং উল্টো আমাদের বিরুদ্ধে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, যখন আমরা অধিকার নিয়ে কথা বলি, ঠিক তখনি ভাটা মালিকরা থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এবারও আমাদের জন্য নগন্য মানের বেতন নির্ধারণ করা হয়েছে। আমরা এই বৈষম্য’র অবসান চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ শেখ, সহ-সভাপতি সাইকুল ইসলাম ও আবুল হোসেন।